Bengali stories by Ullas Das

Don't wake me up!

এক যে ছিল মানুষ, (সে) দেখতো স্বপন ঢঙের।
চোখ বুজলেই পাড়ি দিতো - শব্দ থেকে রঙে!
ধর্ম থেকে জিরাফ হয়ে ড্রপ খাওয়া পিংপংয়ে -
শব্দ হয়ে বাঁচতো ভীষণ - চেষ্টা করার song-এ!

My Desk

Arts drawings paintings by Ullas Das

I am dreaming.

যতই তুমি কষ্ট ঢালো, কনুই মারার ইচ্ছেয়,
যেমন কোথাও দুষ্টু শাসক নামটা কেড়ে নিচ্ছে!
ভগাদা কোন উল্লাসে তার গ্লাসটা ভরে দিচ্ছে -
একেক চুমুক, নতুন জীবন, একেক চুমুক ইচ্ছে!

My Bathtub

Entrepreneur, founder, mentor - startups and business by Ullas Das

Postmortem

মার্কিন তার এক যুগ, আর দুই যুগ তার বঙ্গে!
আগলে নিয়ে আসলো তবু কলকাতাকে সঙ্গে!
দেখলো মানুষ কোথাও লিডার, কোথাও তুমুল ভক্ত
গাইলে কিন্তু গান-ই বেরোয়, কাটলে বেরোয় রক্ত!

My Oxygen

...and the Wish-Bird

একটা ছেলে রোজ সকালে, মেলতো দুচোখ - লিখবে বলে!
যেই দাঁড়ালো নিজের পায়ে, দেখলো সবাই দৌড়ে চলে!
কালো-ধলো-ধাড়ি-জেরি - ছুটছে, স্বপন সাফল্যেরই!
লেজ উঁচিয়ে তৈরী, সে-ও ক্ষুদ্র ইঁদুর সমাজেরই!

থামলে পরেই লুজার, আবার, চললে আসবে খাবার দাবার!
চুল পাকিয়ে, সুগার ছেনে - হঠাৎ দেখে, জীবন কাবার!
চেষ্টা-পাখি হঠাৎ ভোরে, কামড়ে দিলো কুটুস করে!
বললো, থামলে হারলি থোড়াই! বানালো কে ইঁদুর তোরে!

সেই ছেলেটা, ট্র্যাকের ধারে - হাপুস চোখে বৃষ্টি ঝরে;
চেষ্টা-পাখি পেন দিয়েছে, টাপুর টুপুর শব্দ পড়ে!
চেষ্টা পাখি শিখিয়ে দিলো - দৌড়ে চলাই সব কিছু নয়!
দৌড়ে চলুক স্টুয়ার্ট লিটিল! একটা ছেলে লিখুক না হয়!

My Shelf