হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সি, আমি তোমার সাথে,
আর, ট্রামে আমার দিবা-নিদ্রা, তোমার হাত - হাতে;
ইয়েস! বলে আমি মারি লাথি - জালে হয় গোল!
আর, ভিক্টোরিয়ার দিব্যি - আমি পরী ওড়াই রাতে!
তারা গুনি রাতে আমি, দিনে গুনি মামনি!
এক্সট্রা ফাউ না দিলে - তোমার ফুচকা খাবনি!
ভূত আমার পুত! আর, গ্লাসে আমার রাম!
আমি, কচি পাঁঠা, ইলিশ পেলে - বদলে ফেলি চাহনি!
আমার শেফ অফিস পাড়ায়, আমার ঠেক রকে,
আমি চাঁদের পাহাড় লুকিয়ে পড়ি এডভেঞ্চারের শখে!
আমি জেলুসিলের পার্টি করি, অম্বলে টক গিলে,
কিন্তু, ফুলকো লুচি: দ্রৌপদী - পাঁচটা আঙ্গুল মিলে!
আমার বিরিয়ানি আলু ভরা, ঠোঙ্গাতে সিঙ্গাড়া!
আমি বেগুন, পোস্ত - কিনতে ব্যস্ত, ডেইলি বাজার সারা!
আমি মুখে মারি রাজা-মন্ত্রী, ঠুকে মারি বেল,
আমারটা কেউ মারতে গেলেই, তারটা যায় মারা!